শ্রমিক ছাঁটাই করা হলে, আপনিও ছাঁটাই হয়ে যাবেন’- মন্টু ঘোষ

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হককে উদ্দেশ্য করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাই করা হলে, আপনিও (রুবানা) ছাঁটাই হয়ে যাবেন।’

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মন্টু ঘোষ বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাইয়ে তার এ ঘোষণা উদ্দেশ্যমূলক। আমরা শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা প্রত্যাখ্যান করছি। তার এ শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা শ্রমিক নির্যাতনের একটি বিশেষ হাতিয়ার।’

তিনি বলেন, ‘আমরা মনে করি যে কথা বলে ঈদের আগে শ্রমিকদের কারখানা চালু করেছেন, সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয় নাই। শ্রমিকদের ছাঁটাই যদি করতেই হবে, তাহলে কেন শ্রমিকদের করোনা ভাইরাসে ঝুঁকির মধ্যেও পায়ে হেঁটে বাড়ি থেকে আনিয়ে কারখানায় কাজে যোগদান করালেন? তখনতো আপনি কোনো কথা বলেননি। তখন বলেছেন, ১০০ ভাগের জায়গায় ৬৫ ভাগ বেতন দেওয়া হবে। সেদিন আপনাদের অনুরোধের কোনো ছেদ ছিল না। সেদিন ছিলেন ভিক্ষার হাত নিয়ে। আজ যখন কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সরকারের তহবিল থেকে টাকা নেওয়ার লোভে দৃঢ়ভাবে বলছেন ছাঁটাই অবশ্যই করতে হবে। আমরাও দৃঢ়ভাবে বলছি শ্রমিকদের ছাঁটাই করলে আপনি ছাঁটাই হয়ে যাবেন।’

শিল্পক্ষেত্রে অরাজকতা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিক ভাইদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, দেশের এ শিল্পখাত যা আমাদের অর্থনীতিকে ধরে রাখে, আপনার শিল্পখাতের জন্য, শ্রমিকদের জন্য সঠিক তথ্য তুলে ধরবেন।’
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘মার্চ মাস থেকে গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাই করা শুরু হয়েছে। শ্রমিক ছাঁটাই চলছেই। তারপরও যখন আনুষ্ঠানিকভাবে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়, তখন বোঝা যায় এর পিছনে দুরভিসন্ধি রয়েছে। অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে।’

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *