ঘূর্ণিঝড় আম্পান গতকাল রাতভর দেশের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালানোর পর এখন দুর্বল হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড় আম্পান আরও উত্তর–পূর্ব দিকে সরে গেছে। এটি এখন রাজশাহী অঞ্চলে অবস্থান করছে।
আম্পানের আঘাতে সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলাসহ উপকূলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব স্থানে আম্পানের আঘাতে একাধিক মানুষের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। তবে পটুয়াখালীসহ অন্যান্য স্থানে এখনও সাগর উত্তাল রয়েছে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গেও তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। সেখানে এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সেখানকার বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।