করোনায় বিশ্বে মৃতের সংখ্যা দুই লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৩৯ লাখের বেশি। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়েছে। একদিনে দেশটিতে প্রাণ গেছেন ২ হাজার ১২৯ জন। এদিকে করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রে আরও ৩২ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। এ নিয়ে দেশটিতে দুই মাসেরও কম সময়ে বেকার হয়েছেন তিন কোটি ৩৩ লাখ মানুষ।
ইতালি, স্পেন ও ফ্রান্সে কমলেও যুক্তরাজ্যে বেড়েছে করোনায় মৃত্যু। দেশটিতে নতুন করে প্রাণ গেছে ৫শ’ ৪৯ জনের। ইতালিতে একদিনে মারা গেছে ২শ’ ৭৪ জন। মৃতের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি। স্পেনে মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে।
এদিকে আক্রান্তের সংখ্যায় ফ্রান্স ও জার্মানিকে ছাড়িয়ে গেছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৭ হাজারের বেশি।ব্রাজিলে একদিনে প্রাণ গেছে ৬শ মানুষের। মোট মৃত্যু ছাড়িয়েছে ৯ হাজার। আক্রান্তের সংখ্যায় এবার ইরান ও তুরস্ককে ছাড়াল দেশটি।
ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৫৬ হাজারের বেশি মানুষ।মারা গেছের ১৮শ’ ৮৯ জন।