ঢাকার শ্রমিক দিয়েই পোশাক কারখানা চালাতে হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

আপাতত ঢাকার ভেতরে অবস্থানরত শ্রমিক দিয়েই সীমিত আকারে পোশাক কারখানা চালাতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই মুহূর্তে ঢাকার বাইরে থেকে গার্মেন্টসকর্মী আসতে পারবে না।

আজ মঙ্গলবার সচিবালয়ে পোশাক কারখানার মালিকপক্ষের সঙ্গে সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় অবস্থানরত শ্রমিক দিয়ে সীমিত আকারে গার্মেন্টস চালানো হচ্ছে বলে মালিকপক্ষ জানিয়েছেন। সীমিত আকারে গার্মেন্টস খোলা রাখা বিষয়ে মালিকপক্ষ বলেছেন, স্বাস্থ্যবিধি মেনেই তাঁরা গার্মেন্টস খোলা রেখেছেন।’

পোশাক কারখানার মালিকদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘তাঁরা জানিয়েছেন, গার্মেন্টসকর্মীদের মার্চ মাসের বেতন ৯৮ শতাংশ দেওয়া হয়েছে। বাকিদেরও দেওয়া হবে এবং এপ্রিল মাসের বেতনও দ্রুত সময়ে দিয়ে দেওয়া হবে।’

বিপুলসংখ্যক পোশাক শ্রমিকের ফিরে আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, শ্রমিকদের মধ্যে যারা আসছেন তারা ভুল করে আসছেন, এই ধরনের ভুল করে আসা উচিত নয়। আগেও একবার এভাবে তারা ভুল করে চলে আসেন।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি ভালো হলে আপনারা ঢাকায় আসবেন। আপনাদের বেতনে কোনো সমস্যা হবে না বলে মালিকপক্ষ নিশ্চয়তা দিয়েছে।’

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *