বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া।
রোববার (৫ জানুয়ারি) ডেনমার্কের কোপেনহেগেনে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন এই মিডফিল্ডার।
ফেডারেশন কাপ খেলে বর্তমানে ছুটিতে রয়েছেন জামাল। বঙ্গবন্ধু গোল্ডকাপের ক্যাম্প শুরু হলে যোগ দেবেন জাতীয় দলের সাথে।
জাতীয় দলের কোচ জেমি ডে তাকে শুভকামনা জানিয়ে বলেছেন, ‘ও বিয়ে করেছে শুনে ভালো লাগছে। ওর জন্য শুভকামনা রইলো। ও আমাকে আগেই জানিয়েছিল। বিয়ে করলেও জাতীয় দলের অনুশীলনের শুরু থেকেই জামাল থাকবে।