রানা প্লাজা শ্রমিক হত্যাকাণ্ডের সপ্তম বর্ষপূর্তিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র অবিলম্বে রানা প্লাজা ও তাজরিনসহ সকল শ্রমিক হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করেছে। একই সাথে রানা প্লাজার জমি অধিগ্রহণ করে স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের পুর্নবাসন এবং নিহত-আহত-নিখোঁজ শ্রমিকদের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
গার্মেন্ট টিইউসির সভাপতি অ্যাড. মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক জলি তালুকদার আজ ২৩ এপ্রিল ২০২০ এক বিবৃতিতে বলেন, হাজারো শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার গত সাত বছরেও সম্পন্ন হয়নি। এই বিচারহীনতার জন্য সরকারকে জবাব দিতে হবে। সরকারের পক্ষ থেকে দায়ী ব্যক্তিদের রক্ষা চেষ্টার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ অবিলম্বে সকল দায়ী ব্যক্তিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে আরো বলা হয়, একের পর এক শ্রমিক হত্যাকা-ের বিচার না হওয়ায় ক্রমাগত এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। দেশের শিল্পখাতের যে পরিস্থিতির শিকার হয়ে সাত বছর আগে রানা প্লাজার হাজারো শ্রামিক প্রান হারিয়েছে আজো সেই অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তারা বলেন, এই করোনা মহামারীতে মুনাফার জন্য বলি হচ্ছে গার্মেন্ট শ্রমিকরা। এই দুঃসময়ে শ্রমিকদের সাথে মালিক পক্ষ ও সরকারের আচরণ ইতিহাসে বড় অন্যায়-জুলুম হিসেবে চিহ্নিত হবে।