বিনা চিকিৎসায় মারা গেছেন করোনা আক্রান্ত সিপিবি নেতা বিকাশ সাহা -বাম গণতান্ত্রিক জোট

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হকার্স নেতা বিকাশ সাহা বিনা চিকিৎসায় মারা গেছেন বলে দাবি করেছে তার পরিবার। বলা হয়েছে, হাসপাতালে ভর্তির পর চরম অবহেলার শিকার হওয়ায় তিনি অকাল মৃত্যুবরণ করেছেন।

এদিকে করোনা দুর্গতদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে জীবন উৎসর্গকরী সিপিবি নেতা বিকাশ সাহার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ।

এক বিবৃতিতে তিনি বিকাল সাহার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনাও জানিয়েছেন। এ ছাড়া সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান পৃথক বিবৃতিতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

নারায়ণগঞ্জের দেওভোগ আখড়ার দীঘিরপাড় এলাকার বাসিন্দা বিকাশ সাহা করোনা আক্রান্ত হয়ে গত রবিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকাশ সাহার ছেলে অনির্বাণ সাহা জানান, কয়েকদিন তার বাবার জ্বর ছিলো। পরে শ্বাসকষ্ট শুরু হয়। এরপর বাসা থেকেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীায় করোনা পজেটিভ আসলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা ব্যবস্থার ওপর চরম ক্ষোভ প্রকাশ করে অনির্বাণ সাহা সাংবাদিকদের বলেন, করোনা রোগীদের হাসপাতালে কোনো চিকিৎসা দেওয়া হয় না। ডাক্তার ও নার্সরা খবরও নেয় না। তিনি বলেন, বাবার শ্বাসকষ্ট ছিল। বারবার নার্স ডেকেছি। কিন্তু কেউ আসেনি। শনিবার বেলা একটার দিকে হাসপাতালে নিয়েছিলাম। ভর্তি নিয়েছে বিকেল ৪টায়। ভর্তির পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো ডাক্তার আসেনি। এর চেয়ে বাসায় থাকলেও আমরা বেশি সেবা করতে পারতাম। চিকিৎসার অভাবেই বাবাকে হারিয়েছেন বলে তিনি দাবি করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *