২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন শনাক্ত ৩০৬ জন, মৃত্যু হয়েছে ৯ জনের

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ২১৪৪। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৪ জনের।

নতুন করে ৮ জনের পরীক্ষা করার পর করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এনিয়ে মোট ৬৬ জন সুস্থ হলেন।

যেই ২ হাজার মানুষ চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে ৫৬৪ জন হাসপাতালে রয়েছেন এবং বাকিরা হোম আইসোলেশনে আইইডিসিআরের তত্বাবধানে আছেন বলে জানান সংস্থাটির পরিচালক।

হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ১১ জন আইসিইউ’তে রয়েছেন। তারা বাদে অন্যান্যদের অবস্থা স্থিতিশীল বলে জানান সেব্রিনা ফ্লোরা।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৯ জনের ৪ জন ষাটোর্ধ্ব, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন রয়েছেন।

মারা যাওয়াদের ৬জই ছিলেন ঢাকায়। বাকি দু’জন নারায়নগঞ্জের ও একজন সাভারের।

আইইডিসিআর পরিচালক বলেন বাংলাদেশে যাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে তাদের শতকরা ২৭ ভাগই ২১ থেকে ৩০ বছর বয়সী।

আক্রান্তদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সীদের হার ২২ ভাগএবং ৪১ থেকে ৫০ বছর বয়সীদের হার ১৯ ভাগ।

অর্থাৎ বাংলাদেশে আক্রান্তদের প্রায় ৭০ ভাগের বয়সই ২১ থেকে ৫০ এর মধ্যে।

রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলছেন, আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশই ঢাকার বাসিন্দা। এরপরে রয়েছে যথাক্রমে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ।

বিভিন্ন পরীক্ষাগারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি এই তথ্য জানান।

১৬ই এপ্রিল সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *