ত্রিপক্ষীয় কমিটি ও ভ্রাম্যমান আদালত দ্বারা শ্রমিক ছাটাই ও লে অফ বন্ধ করে মজুরি পরিশোধ নিশ্চিত করার দাবী জানিয়েছেন-বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে’র সাধারণ সম্পাদক কাজী রুহুল আমীন
কাজী রুহুল আমীন বলেন, সরকার সাধারণ ছুটি এবং লকডাউন ঘোষনার সাথে মজুরি প্রদানের জন্য অর্থ প্রদান সত্ত্বেও যেসকল অসত মালিকরা মজুরি না দিয়ে উপরন্তু ছাটাই করে, লেঅফ করে শ্রমিকদেরকে আন্দোলনে বাধ্য করছে তারা প্রকারান্তরে শ্রমিক এবং দেশবাসীকে আরো অধিক মাত্রায় করোনা ভাইরাসে সংক্রামিত করছে, এমনকি সরকারের করোনা ভাইরাস মোকাবিলার উদ্যোগকে বাধাগ্রস্ত করছে।
এমতাবস্থায় জাতীয় কতব্য হিসেবে ত্রিপক্ষীয় কমিটি গঠন করে ভ্রাম্যমাণ আদালত সহ বিভিন্ন কারখানায় তদারকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ছাটাই, লে অফ বন্ধ এবং সকল শ্রমিকদের মজুরি পরিশোধ নিশ্চিত করতে তিনি জোর দাবী জানান।