সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রথম সারির করোনা যোদ্ধা মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন আহমেদ কোভিড – ১৯ রোগের চিকিৎসারত অবস্থায় আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা ডক্টরস ফর হেল্থ এন্ড এনভায়রনমেন্ট পরিবার তার এ অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আমরা এ করোনা শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
একইসাথে ইতোমধ্যে আরও যেসকল চিকিৎসক ও চিকিৎসা সেবা কর্মী কোভিড – ১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
এ মহাদুর্যোগকালে করোনা যোদ্ধা সহ চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও সকল চিকিৎসা সেবা কর্মীর সুরক্ষায় সর্বোচ্চ ব্যাবস্থা গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।
অধ্যাপক ডা. এম আবু সাঈদ, সভাপতি ও অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক – ডক্টরস ফর হেল্থ এন্ড এনভায়রনমেন্ট।