এসএসসি ভোকেশনাল পরীক্ষা ২০২৩ এ শতভাগ কৃতকার্য হওয়ায় এবং ৪৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ায় এ. কে. খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর রোজ বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৫ নং ওয়ার্ড কার্যালয়ের সম্মেলন কক্ষে এ. কে. খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী জয় প্রকাশ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ নং মোহরা ওয়ার্ড কার্যালয়ের কাউন্সিলর জনাব মোহাম্মদ কাজী নুরুল আমিন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার মাধমিক শিক্ষা অফিসার জনাব জয়ন্ত বাড়ৈ, এম এম ইস্পাহানি লিমিটেড এর ব্যবস্থাপক জনাব লোকপ্রিয় বড়ুয়া এবং লায়ন্স ক্লাব অব এ্যামিয়েবল রোজ গার্ডেন এর এম.জে.এফ লায়ন সুলতানা নুরজাহান রোজী।
শুরুতে শিক্ষার্থীদের দ্বারা ফুলেল সংবর্ধনা ও ব্যাজ পড়ানোর মাধ্যমে অতিথিরা আসন গ্রহণ করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং এ. কে. খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জনাব কাজী নাসিরুল হকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, তোমরা যারা এই সাফল্য অর্জন করেছ এটি তোমাদের জীবন যাত্রার প্রথম অর্জন। আজ থেকে তোমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। তোমাদের নিজেকে গড়ে তুলতে হবে। সারা বিশ্বের সাথে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। এসএসসি পরীক্ষা যে সাফল্য পেয়েছো তা যেনো সারা জীবন বজায় থাকে। তোমরা যেন হারিয়ে না যাও। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে, যার যার অবস্থান থেকে ইউসেপ এর সাথে এবং ভবিষ্যতে সুবিধা বঞ্চিত শ্রেণীর যুবা ও শিশুদের জন্য কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
ইউসেপ এর একজন শিক্ষার্থীর সাফল্যের গল্পের রেশ ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর জনাব মোহাম্মদ কাজী নুরুল আমিন মামুন বলেন, ইউসেপ যেভাবে যুব কর্মসংস্থান সৃষ্টি এবং ঝরে পড়া থেকে শিশুদের রক্ষার্থে শিক্ষা প্রদানের সংগ্রাম চালিয়ে যাচ্ছে, একইভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কালুরঘাট শিল্প এলাকায় যেসকল শিল্প-কারখানা রয়েছে সেগুলোতে স্থানীয় মানুষদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার বিষয়েও তিনি আলোকপাত করেন।
এরপর অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী জয় প্রকাশ বড়ুয়া তার সমাপনী বক্তব্যের মাধ্যমে এবং কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করার মধ্য দিয়ে আনন্দঘন অনুষ্ঠান সমাপ্ত করেন। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন।