উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা

পন্যের আলো লিমিটেড ও স্বপ্ন ছোয়া ফাউন্ডেশন এর উদ্যোগে আজ ২০ আগস্ট সকাল ১০ টায় গাজীপুর ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন পন্যের আলো লিমিটেড এর চেয়ারম্যান সখিনা আক্তার। সভায় বক্তব্য রাখেন, পন্যের আলো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক খাইরুল মামুন মিন্টু, পরিচালক আশিকুল ইসলাম অনিক, মোঃ টুটুল এবং গাজীপুর ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম দুলাল।

বক্তারা বলেন, আপনারা জানেন যে, করোনাভাইরাসের কারনে ২০২০ সালে গার্মেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ মানুষকে চাকুরিচ্যুৎ করা হয়, যার বেশীর ভাগই নারী। চাকুরীরত শ্রমিকদের বেতন কমিয়ে দেওয়া হয়। শ্রমিকরা কর্ম হারিয়ে পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়ে। বিকল্প কোন কাজের ব্যবস্থা না থাকায় শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে দিন যাপন করতে থাকে এবং তারা অনেকেই গ্রামে ফিরে যায়।

এই অবস্থা থেকে উত্তরণের পথ হিসাবে ২০২১ সালের ১ আগস্ট মাসে আমরা ১৯ জন সদস্য মিলে পন্যের আলো নামে সমিতি গঠন করি।

সারা দেশ ব্যাপী বিভিন্ন ধরণের পন্যে ক্রয়-বিক্রয় এর ব্যবসা পরিচালনার জন্য পরবর্তীতে ২০২১ সালের ৫ ডিসেম্বর পণ্যের আলো লিমিটেড নামে বাণিজ্যমন্ত্রণালয় থেকে নিবন্ধন নিয়ে কোম্পানি গঠন করা হয় এবং পণ্যের আলো সুনামের সাথে বিভিন্ন ধরণের ব্যবসা পরিচালনা করে আসছে।

পণ্যের আলো লিমিটেড এর মূল উদ্দেশ্য হলো শ্রমজীবী মানুষকে সমবায় সমিতির মাধ্যেমে অল্প অল্প পুঁজি একত্রীত করে উদ্যোক্তা তৈরি করা।  এবং এই পূজি দিয়ে সমবায় সমিতির উদ্যোগে একটি ব্যবসা পরিচালনা করা। যাতে শ্রমজীবী মানুষ কর্ম হারিয়ে বেকার হয়ে না পড়ে।

পাশাপশি বেকার নারী-পুরুষদের নিয়ে একদল সেচ্ছাসেবক (বিক্রয় প্রতিনিধি) গঠন করা। যাদের মাধ্যমে পন্যে বিক্রয় করা। যাতে তারা পন্যে বিক্রয়ের মাধ্যেমে অর্থ আয় করতে পারে। যদি কেও মনে করে চাকুরীর পাশাপাশি সেচ্ছাসেবক (বিক্রয় প্রতিনিধি) হিসাবে থাকতে চান তাও থাকতে পারবে।

সমবায় সমিতি গঠনের পদ্ধতি।

একটি সমবায় সমিতিতে ২১ জন সদস্য থাকবে।  এই সমিতির মাসিক সঞ্চয় এক হাজার থেকে পাঁচ হাজার টাকা করে জমিয়ে এক জন সদস্যের মোট সঞ্চয় হবে পঁচিশ হাজার টাকা। এই সমিতির ২১ জন সদস্য মিলে মোট পূজি হবে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা। মূলত এই সমিতি পন্যের আলো লিমিটেড কোম্পানিতে পন্যে সাপ্লায়ার হিসাবে কাজ করবে।

সমিতির সদস্যগণ আলোচনার মাধ্যমে সমন্বয়কারী (১জন), হিসাব রক্ষক (১জন), ষ্টোর ব্যবস্থাপনা (১জন), তিন সদস্যের পরিচালনা কমিটি গঠন করবে এবং এই কমিটির মেয়াদ হবে এক বছর। যেহেতু এই তিন জন সদস্য সমিতি ও ব্যবসা পরিচালনা করবে সেহেতু তাদের একটি মাসিক ভাতা নির্ধারন থাকবে। এই সমিতি পন্যের আলো লিমিটেড এর মাধ্যেমে কি পন্যে বিক্রয় করবে তা এই সমিতির সকল সদস্যদের নিয়ে সভা করে সিদ্ধান্ত নিবে। এই সমিতির একটি নিজস্ব ব্যংক একাউন্ট থাকবে তার মাধ্যমে পন্যের আলো লিমিটেড এর সাথে অর্থ লেনদেন পরিচালিত হবে।

আপনারা যদি আমাদের এই উদ্যোগের সাথে থাকতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *