কেরানীগঞ্জের নিহতের ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল আজ ১৬ আগস্ট ২০২৩ এক বিবৃতিতে কেরানীগঞ্জের কালিন্দীর গদারবাগ আবাসিক এলাকায় রাসায়নিক গুদামে বিস্ফোরণে ৬ জন এলাকাবাসি নিহতের ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকার চকবাজারসহ বিভিন্ন এলাকায় একের পর এক রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ এবং শত শত মানুষের মৃত্যুতেও সরকার ও ব্যবসায়ি জানমালের নিরাপত্তায় সুরক্ষা ব্যবস্থা কার্যকর করছে না। রাসায়নিক কারখানা ও গুদাম আবাসিক এলাকায় স্থাপন করার কোন সুযোগ না থাকলেও প্রশাসনের চরম অবহেলা, অনিয়ম, দুর্নীতি ও ব্যবসায়িদের অতি মুনাফার মানসিকতার কারনে তা বন্ধ করা যাচ্ছে না। অপরদিকে শত শত মানুষের হতাহতের পরেও কোন বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনা বেড়েই চলছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ রাসায়নিক কারখানা ও গুদাম নির্মাণে নিরাপত্তা মান যাচাই এবং নির্দিষ্ট স্থানের বাইরে অনুমোদন না দেয়া, কেরানীগঞ্জ বিস্ফোরণের দায়ীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি, নিহতদের সকল পরিবারকে জীবন ও সম্পদহানীর ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন করার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *