আজ দেশব্যাপী সিপিবির বিক্ষোভ সমাবেশ

আজ ১১ আগস্ট ২০২৩, শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো, দূর্নীতিবাজদের শাস্তির দাবিতে আজ শুক্রবার পল্টনে সিপিবির সমাবেশ

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতিসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার এর দাবিতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, দুর্নীতিবাজ, লুটপাটকারী, টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, পাচারের টাকা ফেরত আনো, সাম্রজ্যবাদী ও আধিপত্যবাদী, বিদেশি শক্তির অপতৎপরতা রুখে দাড়ানোর আহ্বানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আজ ১১ আগস্ট ২০২৩, শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং আন্দোলনের  কর্মসূচি ঘোষণা করবেন।

একই দাবিতে আজ দেশব্যাপী সমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *