অবিলম্বে তৈরি পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণসহ নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে জি-স্কপ নেতৃবৃন্দ দেশের অর্থনীতি ও শিল্পের বিকাশের স্বার্থে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
জি-স্কপের যুগ্ম সমন্বয়কারী নঈমুল আহসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জি-স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম সদস্য আহসান হাবিব বুলবুল, আব্দুল ওয়াহেদ, খালেকুজ্জামান লিপন, খাইরুল মামুন মিন্টু, রফিকুল ইসলাম রফিক, লুৎফুন নহার লতা, সেলিম মাহমুদ, শিরিন শিকদার, বাবুল আহমেদ, তামরিন আহমেদ, রানি আক্তার, সাইফুল ইসলাম শরিফ, আল আমিন হাওলাদার শ্রাবন, মিজানুর রহমান প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শ্রম আইনের ১৩৯ ধারার বিধান মতে কোনো শিল্পের জন্য গঠিত মজুরি বোর্ড গঠনের ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণা করবে।
সেই হিসাবে তৈরি পোষাক শিল্পের জন্য গঠিত বর্তমান মজুরি বোর্ডকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো সুপারিশ করতে হবে। অথচ মজুরি বোর্ড গঠনের পর ৪ মাস অতিক্রান্ত হয়ে গেলেও পরিচিতি সভার বাইরে মজুরি বোর্ডের কোনো সভা হয়নি।
নেতৃবৃন্দ শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রতিযোগী দেশসমূহের শ্রমিকদের মজুরি, মুদ্রার মানের অবনমন, মূল্যস্ফিতি, অংশিজনদের গবেষণার বিভিন্ন তথ্য তুলে ধরে জি-স্কপের নিম্নতম মজুরি দাবির যৌক্তিকতা ব্যখ্যা করে বলেন, দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংক কর্মচারীদের জন্য ঘোষিত মজুরি কাঠামোই প্রমাণ করে মাসে কমপক্ষে ২৪ হাজার টাকার কম মজুরিতে মানবিক জীবনধারণ সম্ভব নয়। তবে জী-স্কপ ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের স্বার্থে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করছে।
সমাবেশ শেষে একটি মিছিল নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ে যায় এবং জি-স্কপ নেতৃবৃন্দ নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের হাতে ২৩ হাজার টাকা নিম্নতম মজুরি দাবির যৌক্তিকতার ব্যাখ্যা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন।