বেতনের দাবীতে রাজধানীর উত্তরা নারায়ণগঞ্জ আশুলিয়া গাজীপুরের গার্মেন্টস শ্রমিক রাজপথে নেমে এসেছে। অনেক কারখানার মালিক গেটে লকআউটের নোটিস লাগিয়ে পালিয়ে গেছে। এই বৈশ্বিক দূর্যোগের সময় সরকার সকল কে ঘরে থাকতে থাকার জন্য বলছে। সকল শ্রমিকদের বেতন অনলাইনে পরিশোধ করতে মালিকদের নির্দেশ দিয়েছেন।সেখানে ঐ সকল মালিক শ্রমিকদের বেতন পরিশোধ না করায় শ্রমিকদের লোকডাউন ভাংতে বাধ্য করেছে। শ্রমিকদেরদের করোনার ঝুঁকিতে ফেলেছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি।
সরকারের প্রতি আহবান,সরকারের নির্দেশ অমান্য কারি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন সাথে সাথে অবিলম্বে শ্রমিকদের মার্চ ও এপ্রিলের বেতন পরিশোধের জন্য মালিকদের বাধ্য করবেন।
যদি লোকডাউন আরো দীর্ঘ হয় তাহলে ১৫ রমজানের মধ্যে সকল শ্রমিককে ঈদের বোনাস পরিশোধের ব্যবস্থা নেওয়ার আবেদন করছি।
ইদ্রীস আলী, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র