ঢাকার অদুরে শিল্পনগরী সাভার-আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবরস্থ টিচার্স আইডিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারী -২০২৩ইং বৃহস্পতিবার টিচর্স আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গনে টিচার্স আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে আলহাজ্ব মো: আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি মো: শহিদুল ইসলাম লেবুর উপস্থিতিতে এবং প্রধান শিক্ষক মোঃ রমজান আলী খান এর সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: দেলোয়ার হোসেন,সাবেক মেম্বার-৮ নং ওয়ার্ড, ধামসোনা ইউপি, মো: মোজাফ্ফর হোসেন জয় সভাপতি আশুলিয়া প্রেস ক্লাব, মো: হারুন অর রশিদ মন্ডল মেম্বার-৮ নং ওয়ার্ড, মো: হাসান মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা ছাত্রলীগ, মো: ইউনুস খান, সাংগঠনিক সম্পাদক, আশুলিয়া থানা আওয়ামী লীগ,মো: কামাল হোসেন, সভাপতি আশুলিয়া রিপোর্টাস ক্লাব মো: রেফাত উল্লাহ, সচিব,সমিত বোর্ড, ঢাকা পবিস-১, মোঃ মনিরুল ইসলাম সাবলু,ব্যবসায়ী, মো: আসাদু্জ্জামান আসাদ সহ-সভাপতি বঙ্গবন্ধু তাঁতী লীগ, আশুলিয়া থানা, মো: জাহিদুল ইসলাম এজিএম, ইউনাইটেড পাওয়ার প্ল্যান্ট লি: ঢাকা ইপিজেড, মো: এনামুল হক, ব্যবসায়ী ও সমাজে সেবক, মো: আতাউর রহমান ব্যবসাযী ও সমাজ সেবক সহ প্রমুখ উপস্থিত ছিলেন ।
সকাল হতে শুরু হয়ে বিকাল পর্যন্ত নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয় এবং বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন আমন্ত্রীত অতিথিগণ। পুরুষ্কার বিতরন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানটি পরিচালনা করেন টিচার্স আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মো: মাসুদুর রহমান (মাসুদ),শিক্ষক ,শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন সুস্বাস্থ্যের অধিকারী মানুষের জন্য ক্রীড়ার সাথে জড়িত থাকা একান্ত জরুরি। খেলাধুলা মানুষকে শারিরীক ও মানসিকভাবে সুস্থ সবল করে। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকলকে যেমন আনন্দ দিবে তেমনি সবার মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে।