পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন কাশিনাপুর অরবিট প্রি- ক্যাডেট হাই স্কুল যথাযোগ্য মর্যাদায় (২১ফেব্রুয়ারি) ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে । ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পান ।
মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে ।
অরবিট প্রি- ক্যাডেট হাইস্কুলের আয়োজনে শিক্ষকও শিক্ষার্থীরা একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অংশগ্রহন করে ।
উক্ত অনুষ্ঠানে অংশ নিয়ে এই সময়ে বক্তরা বলেন ২১শে ফেব্রুয়ারী, এখন আর শুধুই বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার বিষয় নয়। একুশ এখন আবিশ্ব মাতৃভাষা দিবস। অর্থাত্ বিশ্বায়নের এই যুগে একুশ আবার আত্মপ্রতিষ্ঠার লড়াই। লড়াই প্রতিটি ভাষার আত্মমর্য্যাদা সুরক্ষিত রাখার। লড়াই আবিশ্ব কোন একটি ভাষার একছত্র আধিপত্য প্রতিষ্ঠার অপপ্রয়াসের বিরুদ্ধেই। তাই ২১শে ফেব্রুয়ারী আজ আর কেবল বাহান্নর ভাষা আন্দোলনের ঐতিহাসিক দিবস পালন নয়।