নিম্নতম মজুরি ২৩ হাজার টাকার দাবীতে দক্ষিণখানে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

গার্মেন্টস শিল্প শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে, দক্ষিণখানে শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দক্ষিনখাণ, আজমপুর রেলগেটে অবস্থান করে, উত্তরা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) এবং ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল আইবিসি’র ব্যানারে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, নাইমুল আহসান জুয়েল, উত্তরা শাখার সভাপতি মো. জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শুকুর আলী, আইন ও দরকষাকষি সম্পাদক, বিল্লাল হোসেন।

উত্তরা শাখা গার্মেন্টস শ্রমিক কর্মচারী পরিষদের নেতারা বিক্ষোভ সমাবেশে বলেন, গার্মেন্টস শিল্প শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করে, নিম্নতম ২৩ হাজার টাকা বেতন বৃদ্ধি ও ১০% ইনক্রিমেন্টের দাবি জানান।

কেন্দ্রীয় শ্রমিক নেতা জয়নাল আবেদিন বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারে অস্থিরতা কারণে আমাদের ছেলে সন্তানকে পড়ালেখা করতে আমরা হিমশিম খাচ্ছি, তাই ফেব্রুয়ারি মাসের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিম্নতম ২৩ হাজার টাকা ও ১০% ইনক্রিমেন্ট করার দাবি জানান। দক্ষিণখানে অবস্থিত বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে অবস্থান করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *