পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
কাশিনাথপুর ইউপি চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলার ইউএনও মোঃ মাসুদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদের বিশ্বাস , অনুষ্ঠানটি সঞ্চালনায় প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান ।
ঐতিহ্যবাহী ওই হাইস্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে শিক্ষার্হীদের মিলন মেলায় ১১ ফেব্রুয়ারি শনিবার ৫০তম এই বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য খেলা।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন আমন্ত্রীত অতিথিগণ।