আজ ২৮ জানুয়ারি ২০২৩, বিকাল ৪টায়, সিপিবি গাজীপুর জেলা কমিটির উদ্যোগে শান্তিপূর্ণ মিছিলে অর্ধশতাধিক সন্ত্রাসী অতর্কিত হামলা করেছে। হামলায় জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কাজী রুহুল আমিন, জেলা কমিটির নেতা ওয়াহিদুজামান, জাহাঙ্গীর হোসেন, ও জালাল হাওলাদার, মেহেদী হাসান সহ ১০ জনের অধিক আহত হয়। মিছিলে ব্যবহারকৃত মাইক, পতাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারী সন্ত্রাসীরা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র গাজীপুর জেলা কমিটির সভাপতি কমরেড জয়নাল আবেদীন খান ও সাধারণ সম্পাদক কাজী মোঃ রুহুল আমিন হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
তাৎক্ষনিক হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কমরেড ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিকনেতা কাজী মোঃ রুহুল আমিন, জিয়াউল কবির খোকন, জালাল হাওলাদার ও ছাত্রনেতা একরামুল হক জিহাদ।