হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের উপর ছাত্রলীগের অতর্কিত হামলা

অদ্য ২২-০১-২০২৩ তারিখে বৃন্দাবন সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বরাবরের মতো ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ এবং কলেজ সংসদের নেতা কর্মীরা সহযোগিতা করছিলো। এক পর্যায়ে উক্ত কলেজের লাইব্রেরীর সামনে কলেজ ছাত্রলীগের ৩০-৪০ জন সন্ত্রাসী ছাত্র ইউনিয়নের নেতা কর্মীদের উপর হামলা চালায়। এতে আহত হন হবিগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক নিপু ভৌমিক,কলেজ ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ইমদাদ মোহাম্মদ সহ আরো অনেকে। সন্ত্রাসীরা সেসময় উপস্থিত ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী এবং শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক ফোন ছিনিয়ে নিয়ে চেক করে এবং তাদের জিম্মি করে রাখে। কলেজ গেটে অবস্থানরত ছাত্র ইউনিয়ন নেতা কর্মীদের সরিয়ে দেয় এবং পরবর্তীতে কলেজে প্রবেশ করলে পুনরায় হামলার হুমকি প্রদান করে। ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নিপু ভৌমিককে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা করানো হয়।
ঘটনা চলাকালীন সময়ে অধ্যক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও উনাকে পাওয়া যায় নি এবং পরবর্তীতে ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখবেন বলে কোনরকম ব্যবস্থা গ্রহণ এর আশ্বাস না দিয়েই ফোন কেটে দেন বলে জানা যায়।

এ ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরি জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম এক যৌথ বিবৃতিতে ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসীদের দখলদারিত্ব এবং অগণতান্ত্রিক ক্যাম্পাস ব্যবস্থার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে অতিসত্ত্বর বিচারের আওতায় আনার জোর দাবি জানান। দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও এর পৃষ্ঠপোষক ক্যাম্পাস প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ছাত্রসমাজের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে বলবে বিবৃতিতে উল্লেখ করেন।

আরো উল্লেখ করেন, সারাদেশে ক্যাম্পাস সহ ভিন্ন মতের মানুষের উপর ছাত্রলীগ,যুবলীগসহ সন্ত্রাসী হামলার পৃষ্ঠপোষক ভোটারবিহীন ,অগণতান্ত্রিক ফ্যাসিবাদী আওয়ামিলীগ সরকার তার ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতে ভিন্নমত দমনের পথ বেঁছে নিয়েছে। একদিকে জনগনকে উন্নয়নের জুজু দেখিয়ে লুটপাটের মহোৎসব করে সরকার দলীয় এমপি-মন্ত্রিরা কানাডায় বেগম পাড়া গড়ে তুলছে।অন্যদিকে,সামনে জাতীয় নির্বাচনে যেন পূর্বের ন্যায় অগণতান্ত্রিক ভাবে মানুষের ভোটাধিকার হরণ করে আবার লুটপাট দুর্নীতির রাস্তা পরিষ্কার করা যায় সেজন্য শিক্ষাঙ্গনসহ সর্বক্ষেত্রে সরকার তার সন্ত্রাসীবাহিনী লেলিয়ে দিয়েছে। যার ফলশ্রুতিতে একটি ভর্তি সহায়তা কার্যক্রমের মত কর্মসূচিতেও হবিগঞ্জে হামলা চালিয়েছে আওয়ামী মদদপুষ্ট ছাত্রলীগের সন্ত্রাসীরা।

বিবৃতিতে ,এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ছাত্র-জনতাকে এক হয়ে এই ফ্যাসিবাদী শাসনের অবসানের লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ