পাবনা জেলার কৃতি সন্তান সাবেক রেল সচিব মো: সেলিম রেজা জাতীয় মানবধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে পেয়েছেন ।
জাতীয় মানবধিকার কমিশন আইন ২০০৯ (২০০৯ সনের ৫৩ নং আইনে) ধারা ৬(১) , ধারা (৫)২ এর সহিত পঠিবত্য, এর বিধান অনুযায়ী ৮ ডিসেম্বর -২০২২ইং বৃহস্পতিবার রাষ্ট্রপতি সাবেক সচিব মো: সেলিম রেজা কে জাতীয় মানবধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেন ।
মো: সেলিম রেজা জাতীয় মানবধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য পদে অধিষ্ঠিত থাকাকালীন সময়ে বাংলাদেশের সুপ্রীম কোর্টের হাইকোর্টস বিভাগে একজন বিচারকের ন্যয় সকল সুযোগ সুবিধা ও বেতন ভাতা প্রাপ্ত হবেন । তিনি প্রতিমন্ত্রীর সমমানের মর্যাদার অধিকারী হবেন ।
জাতীয় মানবধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য পদে পেয়ে মো: সেলিম রেজা মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালনের মাধ্যমে দেশের মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। এই জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন
জাতীয় মানবধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য পদে নিয়োগ পাওয়া মো: সেলিম রেজাকে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি , স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য আব্দুল বাছেদ গালিব তাকে ধন্যবাদ জানান ও পাবনাবাসির সহ দেশের মানুষের কল্যাণে পাশে থেকে কাজ করে যাবেন প্রত্যাশা করেন ।
মো: সেলিম রেজা পাবনা জেলার বেড়া উপজেলার সানিলা গ্রামের মরহুম আব্দুস সাত্তার এর ছেলে । মো: সেলিম জেলা পাবনা জেলা ও বেড়া-সাথিয়ায় বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড নিজেকে সব সময় বিলিয়ে দিয়েছে এই জন্য বেড়াবাসি তাকে ধন্যবাদ জনিয়েছেন । আগামীতে তিনি আমাদের পাশে থাকবেন এমনটা সবাই প্রত্যাশা করেন ।