আগামী ৫ জানুয়ারি জাতীয় কাউন্সিল “গার্মেন্ট শিল্প ” সেক্টরে “মজুরি বোর্ড ” গঠন, ৫০% মহার্ঘ্য ভাতা চালু ও রেশনিং প্রথা চালুর দাবীতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলুন-সহিদুল্লাহ চৌধুরী
বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী বলেন, গার্মেন্ট সেক্টরের দীর্ঘ লড়াইয়ে আপনাদের যে অবদান তারই এক ঐতিহাসিক অর্জন রেজিষ্ট্রেশন প্রাপ্তি ও আজকের সাধারণ সভা।
মালিকদের বহু ধরনের বাধা মোকাবিলা করে রেজিষ্ট্রেশন প্রাপ্তি ও ইতিমধ্যেই বিভিন্ন বেসিক ইউনিয়নের সাধারণ সভায় আপনারা যে সফলতা দেখিয়েছেন তা এটাই প্রমান করে নিশ্চয়ই আপনারা শ্রমিকদের জীবনের চলমান চরম সংকট সমাধানের লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারবেন। তাই তিনি সফলভাবে জাতীয় কাউন্সিল সফল করার পাশাপাশি লড়াই — সংগ্রাম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
শ্রমিক নেতা ইদ্রিস আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন টিইউসি’র সাধারণ সম্পাদক ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, কাজী মোঃ রুহুল আমিন, মাহাবুব মজনু, আঃ কাদের, ইকবাল হোসেন, কে, এম মিন্টু, এম, এ শাহীন, সাইফুল্লাহ আল মামুন, জালাল হাওলাদার, জয়নাল আবেদীন, নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, মোঃ মাসুদ রানা এবং বিভিন্ন বেসিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ।