তাজরীন গার্মেন্টস এর মালিক দেলোয়ার হোসেনকে শাস্তি দেওয়া পরিবর্তে তাকে পুরস্কৃত করা হয়েছে

২০১২-এর ২৪ নভেম্বর আশুলিয়া এলাকার নিশ্চিত পুর তাজরীন ফ্যাশন কারখানায় মালিক পক্ষের পরিকল্পিত অগ্নিকাণ্ড এর মাধ্যমে মোট ১১৭ জন শ্রমিককে হত্যা করা হয় ও কয়েকশো জনের অধিক আহত করা হয়।

আজ তাজরীন গার্মেন্ট এর শ্রমিক হত্যার ১০ বছর পার হতে চলেছে। অথচ আমরা দেখছি এই ঘটনার জন্য দায়ী তাজরীন গার্মেন্টস এর মালিক দেলোয়ার হোসেনকে শাস্তি দেওয়া পরিবর্তে তাকে আওয়ামী লীগের একটা কমিটির গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়েছে। এতেই প্রমাণ পাওয়া যায়, শ্রমিকদের দাবী ক্ষতিপূরণ, চিকিৎসা, পূর্নবাসন ও দায়ী তাজরীন গার্মেন্টস এর মালিক দেলোয়ার হোসেন এর শাস্তি নিশ্চিত করা হবেনা।

তাজরীন গার্মেন্টস এর মালিক দেলোয়ার হোসেন এর শাস্তি নিশ্চিত না হওয়ার কারণে রানা প্লাজাসহ বিভিন্ন কারখানায় শ্রমিক হত্যা চলছে।

এখনো সময় আছে সরকার উদ্যোগ নিয়ে তাজরীন গার্মেন্টস, রানা প্লাজাসহ বিভিন্ন কারখানায় শ্রমিক হত্যা বন্ধ, শ্রমিকদের ক্ষতিপূরণ, পূর্নবাসন, চিকিৎসা ও দায়ী মালিকদের শাস্তি নিশ্চিত করতে হবে।

লিখেছেনঃ খাইরুল মামুন মিন্টু, আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

শেয়ার করুনঃ