জাতীয় দুর্যোগ মোকাবেলায় অভিযোগ, পাল্টাপাল্টি নয়, আসুন দুর্যোগ মোকাবেলায় দায়িত্বশীল, মানবিক আচরণ করি, মানুষ বাঁচাই।
১. নির্দেশমতো যতোদিন প্রয়োজন ততোদিন ঘরে থাকবো, অন্যদের ঘরে থাকতে সচেতন ও উৎসাহিত করবো। কঠোরভাবে নির্দেশ মেনে চলবো।
২. খুব জরুরি প্রয়োজন হলে সুনির্দিষ্ট কাজে অল্প সময়ের জন্য বাইরে যাবো, নিয়ম মেনে চলাচল করবো, দ্রুত ঘরে ফিরবো।
৩. প্রয়োজন অনুযায়ী সারাদেশে সব পরিবার যাতে ঘরে থেকে খাদ্য, অর্থ সহায়তা ও চিকিৎসা সুবিধা পায়, তার জন্য সুনির্দিষ্ট তথ্য সরকার, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে জানাবো। মানুষের খাদ্য কস্ট লাঘবে সর্বোচ্চ চেষ্টা করবো।
৪. খোলা থাকা অতীব প্রয়োজনীয় দোকানে গিয়ে মানুষ যাতে নিয়ম মেনে চলেন, তার জন্য সচেতন করবো, বাধ্য করবে।
৫. স্বাস্থ্য কর্মীরা আমাদের ‘জাতীয় বীর’। তাদের সহায়তায় আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে প্রস্তুত থাকবো।
৬. আমরা সাধ্যমতো সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবো। এজন্য সুনির্দিষ্ট তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।
৭. এই দুর্যোগে যারা দায়িত্বশীল আচরণ করবেন না, তারা ‘জাতীয় শত্রু’ হিসেবে চিহ্নিত হবেন একথা সবাইকে মনে করিয়ে দেবো। এই সংকটে সম্মিলিত স্থানীয় ও জাতীয় উদ্যোগ জরুরি। এ দায়িত্ব পালনে এগিয়ে আসুন। সাহস রাখুন, ভয়কে জয় করে এগোতে হবে। পথ হারাবে না বাংলাদেশ।
লেখকঃ রুহিন হোসেন প্রিন্স : (ফেসবুক থেকে নেওয়া)