পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুরে অ্যাসোসিয়েশন অফ সৌখিন ফুটবল ক্লাব উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর সোমবার অ্যাসোসিয়েশন অফ সৌখিন ফুটবল ক্লাব উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মনজুর এলাহী
অ্যাসোসিয়েশন অফ সৌখিন ফুটবল ক্লাবের আয়োজিত আনন্দ র্যালিটি পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপস্থিতগন এক আলোচনা সভায় মিলিত হন ।
র্যালিতে অংশ নিয়ে এই সময়ে বক্তাগন বলেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান ।
এই সময়ে উপস্থিত ছিলেন শেখ কুদ্দুস, সাধারন সম্পাদক কাশিনাথপুর ইউনিয়ন শাখা , ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আলতাফ, অ্যাসিস্টেন অফ সৌখিন ফুটবলের সভাপতি আলম হোসেন আলম মোল্লা্ সাধারণ সম্পাদক ইমরান , ক্রিয়া সম্পাদক হিরন, সহক্রীয়া সম্পাদক ইমরান মাহমুদ, দপ্তর সম্পাদক হীরা প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান কাজল সহ সকল সদস্য উপস্থিত ছিলেন ।