প্রতিটি কারখানায় জরুরি ভিত্তিতে ৫০ % মহার্ঘ ভাতা এবং রেশনিং প্রথা চালু করতে হবে

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়

জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, প্রতিটি কারখানায় জরুরি ভিত্তিতে ৫০ % মহার্ঘ ভাতা এবং রেশনিং প্রথা চালু করা, বাজার দরের সাথে সঙ্গতি রেখে গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে অবিলম্বে নিম্নতম মজুরি বোর্ড গঠন করার দাবীতে ২ নভেম্বর ২০২২, বুধবার বিকাল ৪ টায় বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর উদ্যোগে গাজীপুর শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।

শ্রমিকনেতা রেহেনা আক্তার এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জালাল হাওলাদার, এম এ শাহিন, জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম, সানাউল্লাহ মন্ডল, এনামুল হক মনি, আব্দুল গফুর, মোজাম্মেল, ইউসুব, মাহাফুজুল ইসলাম, রাসেল, সুইটি, ফৌজিয়া সুলতানা সহ আরো অনেকে।

শেয়ার করুনঃ