কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুর অস্ত্রবিহীন গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন ।

কুষ্টিয়ার দৌলতপুরে  উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মরিচা কলেজে   ১৬ই অক্টোবর ২২খ্রি: রোজ রবিবারে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা বাছাই করে প্রশিক্ষণ শুরু হয়।

উক্ত প্রশিক্ষণে মোঃ রোকন উদ্দীন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দৌলতপুর, কুষ্টিয়া এর সভাপতিত্বে প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন মোঃ আব্দুল মান্নান অধ্যক্ষ ফিলিপনগর মরিচা কলেজ,

আরোও  উপস্থিত ছিলন সৈয়দা শাহানা সুলতানা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা দৌলতপুর, কুষ্টিয়া, মোঃ হাসিবুল তারেক উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, দৌলতপুর, কুষ্টিয়া,মোঃ এহতেশাম বুলবুল সুমন সহকারী অধ্যাপক, ফিলিপনগর মরিচা কলেজ, মোঃ মাজেদুল ইসলাম মনিটরিং শাখা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুষ্টিয়া,মোঃ ফজলে রাব্বী রানা ইউনিয়ন দলনেতা ভিডিপি, মোছাঃ জান্নাতুল ফেরদৌস ইউনিয়ন দলনেত্রী ভিডিপি, মোঃ গোলাম কিবরিয়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, মোঃ মাইনুল ইসলাম সহকারী আনসার প্লাটুন কমান্ডার।

প্রশিক্ষণে আনসার ভিডিপির কর্মকর্তা ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন তাদের নিজ নিজ বিভাগ আত্মকর্মসংস্থান মূলক প্রশিক্ষণ প্রদান করবেন। প্রশিক্ষণ শেষে প্রতেক সদস্য সদস্যাকে প্রশিক্ষণ সনদ ও আনসার ও ভিডিপি ব্যাংকের শেয়ার দেওয়া হবে।

শেয়ার করুনঃ