আজব এই শহরে ছিনতাইকারীর হাত থেকে ভিক্ষুকেরও রেহাই নেই! সেবায় পাশে পারি ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীরা ।

অসহায় এই লোকটির মতো পৃথিবিতে আর মনে হয় দ্বিতীয়টি নেই। খেয়ে না খেয়ে ঝড় বৃষ্টিতে ভিজে রাস্তায় মানবেতর জীবনযাপন করে। ভিক্ষা করে কোনো রকমে বাঁচিয়ে রেখেছে জীবনটা।

নিজে চলাচলে অক্ষম হওয়ায় ভিক্ষার টাকাটাও নিজের কাছে জমিয়ে রাখতে পারেন না। রাত হলেই ছিনতাইকারীরা সব টাকা ছিনিয়ে নিয়ে যায়। কয়েক দিন আগে ছিনতাইকারী তার টাকা ছিনতাইয়ের সময় সে দিতে না চাইলে তার হাতে এবং পায়ের দুই-তিন জায়গায় ছুরি দিয়ে আঘাত করে। তখন বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকলে কোনো সুহৃদয় ব্যক্তি ব্যান্ডেজ করিয়ে বিমানবন্দর রেল স্টেশনে রেখে যায়।

পারি ফাউন্ডেশন এসব সুবিধাবঞ্চিত মানুষদের খাবার-দাবারসহ চিকিৎসা সেবাও দিয়ে থাকে। গত কয়েকদিনের টানা চিকিৎসায় সে এখন কিছুটা সুস্থ্যতার দিকে। প্রতিদিনই তার ক্ষতস্থানে ড্রেসিং করে দিচ্ছে পারি’র স্বেচ্ছাসেবীরা। এই লোকটিকে আমরা গত রমজানেও চিকিৎসা দিয়ে কোনো বৃদ্ধাশ্রমে স্থানান্তর করতে চেয়েছিলাম। বেশকিছু আশ্রমের সাথে যোগাযোগও করেছিলাম। কিন্তু তিনি চলাচলে অক্ষম বলে আশ্রমগুলি খুব একটা আগ্রহ দেখায় নি। তার কষ্ট লাগবে আমরা আবারো তাকে কোনো আশ্রমে স্থানান্তরের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

রেল স্টেশনের বহু পথশিশুর জুতা না থাকায় বিভিন্ন সময় তাদের পা কেটে যায়। চিকিৎসার অভাবে অনেক সময়ই সেখানে ইনফেকশন হয়ে অনেকে পঙ্গুত্বও বরণ করে, যা সত্যিই অমানবিক। আমাদের স্বেচ্ছাসেবকদল নিয়মত এই মানুষদের সেবা দিয়ে যাচ্ছে। আপনাদের অনুদানেই পারি ফাউন্ডেশন এই কার্যক্রমগুলি পরিচালিত করে। আপনার সামান্য অনুদানেই সেবা পেতে পারে অনেক বেশি সুবিধাবঞ্চিত মানুষ। অনুদান দিতে চাইলে কমেন্টে দেয়া নাম্বারে দিতে পারেন। পারি’র মানবিক কর্মকাণ্ডে থাকুন পারি’র সাথেই।

 

শেয়ার করুনঃ