হারকিউলিস তোমাকে দেখিনা কোথাও

হারকিউলিস তোমাকে দেখিনা কোথাও 

——নাসিমা খান 

 

হারকিউলিস, তোমাকে বড় প্রয়োজন

কবিতা লিখতে গেলে শুধুই প্রেমের কবিতা লিখি

বিরহের কবিতা অশ্রু দিয়ে ভাসিয়ে দিই

ঘাস ফড়িংয়ের ডানা ভাঙি, আকাশের নীলে হারাই

ঋতু পরিবর্তনের বৈচিত্র্য নিয়ে কত আহ্লাদ করি

বর্ষা নিয়ে কাব্য কথার শেষ নেই,

শরতের মেঘের কী বিচিত্র রূপ!  আহা মরি মরি!

অসীম শূন্যতায় ভেরি ছুটিয়ে সমুদ্রের কিনারা খুঁজি!

সব আছে তার আপন মহিমায়!

হারকিউলিস,শুধু তোমাকে দেখিনা কোথাও

 

নারীর দেহে শকুনের ভয়াল থাবা ছিঁড়ে খায় সতিচ্ছেদ

ক্ষুধার্তের পেটে নগ্ন পায়ের উল্লাসিত লাথি

ঘুষের অভাবে পেনশনের টাকা ঝুলে থাকে

বিবেকের ডিকশনারিতে একটিও দাবানল শব্দ নেই!

মহা নায়কের বিপরীতে কোনো ভিলেন নেই

তর্কের অধিকার নেই, স্বাধিকার নেই, লিপি নেই,

স্তম্ভিত কিছু বোবাদের বাস আছে তল্লাট জুড়ে!

হারকিউলিস, তোমার দেখা নেই বহু বছর হলো!

 

সিধু কানু নেই, নেই রোলিহ্লাহ্লা নেলসন ম্যান্ডেলা

এখানে আবারও নির্বাসন হয়েছে মানুষের

তৈরি হয়েছে ট্রান্স স্লেভ ট্রেড, পুঁজিবাদী অর্থনীতি,

ঘর্মাক্ত মানুষের রক্ত শুকায় অভিজাতদের পিরামিডে,

চারিদিকে অসংখ্য ব্লাক হোল!

মরে যাচ্ছে শ্বাস রুদ্ধ হয়ে জর্জ ফ্লয়েড!

 

কোথাও নেই কামাল আতাতুর্ক,

অথবা রোমেনা আফাজের দস্যুবনহুর!

তুমি এসো হারকিউলিস, তোমাকে বড় প্রয়োজন আজ।

 

হারকিউলিস, সভ্যতার নামে অশ্লীলতা জমে উঠেছে

জমে উঠেছে নিদারুণ নিষ্ঠুর জাজমেন্ট!

একদল অথর্বের বোবাকান্না ভেসে যায় উপেক্ষায়।

শেয়ার করুনঃ