সাঁথিয়ার পাইকরহাটী শহীদনগর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রাম চালু হচ্ছে |

পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর ইউনিয়নের অন্তগর্ত পাইকরহাটী শহীদনগর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশউন্মুক্তবিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রাম চালু হয়েছে হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বস্তরের শিক্ষাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সকল স্তরের জনগনের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ঢাকার অদূরে গাজীপুরে ১৯৯২ সালের ২০ অক্টোব  প্রতিষ্ঠিটির যাত্রা শুরু হয়।

শিক্ষাকার্যক্রম আরোও বেগবান করতে পাইকরহাটী শহীদনগর উচ্চ ২০২২-২০২৩ইং সেশনের এসএসসি প্রোগ্রামে ভর্তির যাত্রা এইবছর হতে শুরে করেছে | জেএসসি, জেডিসি বা ৮ম শ্রেণির পরীক্ষায় কমপক্ষে পাশ করলেই যে কেউ এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবে। এতে বয়স বা শিক্ষা বিরতি সক্রান্ত কোন বিধি নিষেধ থাকবে না |ভর্তি সংক্রান্ত যে কোন প্রয়োজনে 01733845941  মোবাইল নাম্বারে প্রতিষ্ঠানের  পক্ষ হতে বলা হয়েছে |

এই বিষয়ে  প্রধান  শিক্ষক মোঃ ফরহাদ হোসেন বলেন  আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পাশপাশি নানা কারনে অনেক শিক্ষার্থী  উচ্চ শিক্ষার আলো হতে বঞ্চিত হচ্ছে   | শিক্ষার্থীরা  যেন পড়াশুনা হতে ঝরে না পরে এমন লক্ষ্যে সামনের রেখে  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রাম চালু করার উদ্যোগ গ্রহন করা হয়েছে  এমনটা তিনি জানিয়েছেন |

শেয়ার করুনঃ