বাংলাদেশ মাইম এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঢাকার জিগাতলা ফাতেমা ল কলেজে মূকাভিনয় কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা   জিগাতলা অবস্থিত   ফাতেমা ল কলেজ অডিটোরিয়ামের জমকালো আয়োজনে  বাংলাদেশ মাইম এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপী  মূকাভিনয় কর্মশালা  অনুষ্ঠিত  হয়েছে ।

০২ আগস্ট – ২০২২ইং রবিবার  সমাপনী দিনে  অংশগ্রহণকারী ফাতেমা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী ও সাথী নাট্য গোষ্ঠীর শিল্পীদের হাতে  সনদপত্র তুলে দেন উক্ত কর্মশালার প্রধান অতিথি ফাতেমা ল কলেজ এর   অধ্যক্ষ  এডভোকেট লুৎফুল আহসান বাবু ।

এই সময়ে উপস্থিত ছিলেন  প্রধান  প্রশিক্ষক চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট মূকাভিনেতা সাহিদ শিসু, বিশেষ অতিথি জনাব মুন্সি আবু হারুন টিটো, আহ্বায়ক, বাংলাদেশ মাইম এসোসিয়েশন, আল মাসুম সবুজ, সাংবাদিক বাংলা ভিশন সহ মহিউদ্দীন ছড়া কর্মশালা সমন্বয়ক।

ফাতেমা প্রি-ক্যাডট স্কুলের শিক্ষকমন্ডলী ও সাথী নাট্য গোষ্ঠীর শিল্পী বৃন্দকার্যক্রমে সার্বিক তত্ববধানে ছিলেন ।সাথী নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে বাংলাদেশ মাইম এসোসিয়েশনকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ।

 

শেয়ার করুনঃ