অদ্য ৩০.০৯.২০২২ খ্রি. তারিখে পণ্যের আলো লিমিটেড এর প্রধান কার্যালয়ে কোম্পানির ই-কমার্স ওয়েভসাইট এর শুভ উদ্ভোধন হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান সখিনা আক্তার, ম্যানেজিং ডিরেক্টর খাইরুল মামুন সহ পরিচালনা পর্ষদ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। উদ্ভোধন অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান সখিনা আক্তার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বলেন, গ্রামীণ, শহর ও প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের জীবন মান উন্নয়ন করার লক্ষ্য নিয়ে ২০২১ সালে পণ্যের আলো লিমিটেড যাত্রা শুরু করে। যার ধারাবাহিকতায় বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের পণ্য বিক্রয় সহজ করার লক্ষ্যে পণ্যের আলো ওয়েভসাইট ও মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড এর সফটওয়্যার তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এই ওয়েভসাইট ব্যবহার করে ছোট বড় সকল ধরণের ব্যবসায়ীরা যেমন তাদের পণ্য বিক্রয় করতে পারবেন, সাধারণ মানুষ ও স্বল্প পুঁজির উদ্যোক্তারাও তার বিক্রয় বহুলাংশে বৃদ্ধি করে তাদের জীবনমান উন্নয়ন করতে সক্ষম হবেন। এরপর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, খাইরুল মামুন তার বক্তব্যে বলেন, পণ্যের আলো ওয়েভসাইট ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারী ক্যাশ অন ডেলিভারি অথবা ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ওটিপি সিস্টেম, স্বল্প সময়ে পণ্য ডেলিভারি ব্যবস্থা ও পণ্য ট্রেকিং সিটেমের সুবিধাসহ আধুনিক সকল ধরনের সুবিধা ভোগ করবেন। তিনি আরো যোগ করেন,
পণ্যের আলো ওয়েভসাইটের পাশাপাশি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে পণ্যের আলো আউটলেট প্রস্তুত করার মাধ্যমে প্রান্তিক মানুষের দোরগোড়ায় সকল ধরনের সেবা পৌঁছে দেওয়াই পণ্যের আলোর অন্যতম উদ্দেশ্য। এরপর পরিচালনা পর্ষদের সদস্যগণ এবং উদ্যোক্তাদের আলোচনার মধ্য দিয়ে পণ্যের আলোর উত্তরোত্তর উন্নতি কামনা করার মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান সমাপ্ত হয়।