বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘কোনো দলীয় সরকারের অধীনেই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়া সম্ভব নয়। আমরা নির্বাচন চাই, সে জন্য দলীয় সরকারকে সরে যেতে হবে। নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জেলা সিপিবি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বারবার এটা প্রমাণিত হয়েছে, দলীয় সরকার ক্ষমতায় থাকলে দলীয় প্রভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনকে ক্ষতবিক্ষত করে দেয়। বিশেষ করে এই সরকারের অধীনে গত দুটো নির্বাচনে এটা প্রচণ্ডভাবে প্রমাণিত হয়েছে।
সিপিবির সাবেক এই সভাপতি বলেন, জানুয়ারি মাসে তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। তফসিলের কথা পরে ভাবা যাবে, আগে এই সরকার কীভাবে, কত তারিখে পদত্যাগ করবে, কীভাবে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, সেই তফসিল রচনা করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য কমিউনিস্ট পার্টি দেশবাসীকে আহ্বান জানাচ্ছে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার চেষ্টা করা হলে তা প্রহসনের ফাঁদ হবে বলেও মন্তব্য করেন মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, ‘সেই ফাঁদে পা দেওয়া হবে আত্মঘাতী। রেজাল্ট পূর্বনির্ধারিত থাকবে এবং সেটা বের করে আনার জন্য কতগুলো নাটকীয় ঘটনা মঞ্চস্থ করা হবে। এটাকে আমরা নির্বাচন বলে মানতে রাজি নই। তাই নির্দলীয় তদারকি সরকারের জন্য সংগ্রাম জোরদার করাই হলো প্রাসঙ্গিক। আমি জানি না অন্যান্য দলগুলো বা জোটগুলো কী করবে। তবে কমিউনিস্ট পার্টি এই সিট ভাগাভাগির খেলায় কোনো দিন যোগ দেবে না। আমরা জনগণের মৌলিক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা অব্যাহত রাখব।’
জনসভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক। জেলা সিপিবি সাধারণ সম্পাদক এম এনামুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বক্তব্য দেন।
এর আগে দুপুরে জেলা শহরের দলীয় কার্যালয়ে সুধী সমাবেশ করেন মুজাহিদুল ইসলাম সেলিম।