জীবনে অনেক টানা-পোড়েন থাকবে,দুঃখ কষ্ট মিলিয়েই আমাদের জীবন। আমরা প্রত্যেকেই কোন না কোনভাবে অসুখী আবার কোন দিক দিয়ে সুখি। মানুষ কখনোই স্থায়ীভাবে সুখী হয় না আবার স্থায়ী ভাবে দুখীও হয় না। সুখ দুঃখ মিলিয়েই আমাদের এই জীবন। জীবনের রঙ্গমঞ্চে আমরা প্রতি নিয়ত যে যার যার মত করে অভিনয় করে চলছি। আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও কিছু পরিচিত মানুষ রয়েছে যাদেরকে আমি খুব কাছ থেকে নিদারুণ কষ্ট পেতে দেখেছি। কারো বিবাহিত জীবন অনেক সুখী, আবার কারো ডিভোর্স হয়ে গেছে, আবার কেউ ডিভোর্স নেয়ার সিদ্ধান্ত নিচ্ছে, আবার কেউ শত যন্ত্রনার মধ্যে থেকেও সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে। আমার দেখা মানসিক শক্তিশালী মেয়েটাও আজ ভেঙে পরেছে, কেউ আবার যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করার সিদ্ধান্ত ও নিচ্ছে।
তাদের প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ, জীবন মাত্র শুরু। আমরা নিজেকে একান্তভাবে যত্ন করে ভালবাসবো,নিজের জন্য কিছু করব। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যাতে করে আমাদের আশেপাশের লোকজন যারা আমাদের খুব যত্ন করে কষ্ট দিয়েছে তারা যেন হিংসায় জ্বলে পুড়ে মরে। হুট করে কোন বড় সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। আমরা এমন কোন সিদ্ধান্ত নেবো না যা আমাদের জীবনের জন্য ক্ষতিকর, এই হুটহাট সিদ্ধান্ত গুলো আশেপাশের লোকজন দেরকে জয়ী করে তুলবে। জীবন আমার, আমার জীবন আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো, হ্যা আমি জয়ী হবো।
অযোগ্য দের বুঝিয়ে দিতে হবে তারা কতটা অযোগ্য। প্রয়োজন শুধু আত্মবিশ্বাস।
কোটি কোটি শুক্রাণুকে পেছনে রেখে তুমি জন্ম গ্রহণ করেছ, ওই জীবন যুদ্ধে তুমি জয়ী হয়েছো।
আজ কেন তুমি জয়ী হবে না!!!
লেখকঃ সুস্মিতা ঊর্মি, সমাজ কর্মী