পাবনা জেলার বেড়া উপজেলাধীন চাকলা ইউনিয়নে পীতাম্বর ও বৈঠাকাঠা নামক ০২ টি জলাশয় নিয়ে স্থানীয় লোকজনদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল । উক্ত সমস্যা সমাধানের লক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সর্বসাধারনের ঐক্যমতের মাধ্যমে ও আলোচনা সাপেক্ষে নিস্পত্তি করা হয়।
বেড়া উপজেলা ইউএনও মোহাঃ সবুর আলী , চাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী ও স্থানীয় গণ্যমান্য লোকজনদের সহযোগিতায় জলাশয় ০২ টি সরেজমিনে পরিদর্শন করে বিরোধ নিস্পত্তি করেন এবং জলাশয় ০২টিতে মাছধরা ও জনসাধারনের ব্যবহারের জন্য তা উন্মুক্ত করে দেন।
উক্ত জলাশয় উন্মক্ত করে দিয়ে দীর্ঘদিনের বিরোধ সমাধানের মাধ্যমে এলাকার সকল মানুষের জন্য স্থান ২টি মাছ ধরার মুক্ত করে দেওয়া হয় .