পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়নের পুরান ধুলাঊড়ি গ্রামের মোছাঃ আলেয়া খাতুন আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর পেয়ে খুবই আনান্দিত। নিজস্ব জায়গা জমি ও নিজস্ব ঘর না থাকায় অনেক কষ্ট করে জীবন যাপন করছিলাম মোছাঃ আলেয়া খাতুন ।
তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাড় ঘরের ব্যবস্থা গ্রহন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী গরীবের বন্ধু তিনি আমাকে ঘর প্রদান করেছেনএ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ।
সহকারি ভৃমি কমিশনার মোঃ মনিরুজ্জামানের আন্তরিক সার্বিক সহযোগিতায় আমি বিনা অর্থে সরকারি ঘরটি পেয়েছি এইজন্য আমি তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই ।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান বলেন ভূমিহীন ও গৃহহীনদের জন্য চমৎকার পরিবেশে মানসম্মত টেকসই ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে সরকারিভাবে এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। পর্যায়ক্রমে উপজেলার শতভাগ দরিদ্র জনগোষ্ঠী যাদের জমি ও ঘর নাই, তাদের বসবাসের জন্য বাড়ি করে দেওয়া হবে বলে জানান তিনি।