পাবনার আমিনপুরে শরীরকে সুস্থ রাখাতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত |

পাবনা জেলার বেড়া উপজেলা-আমিনপুর থানাধীন কাজিরহাট স্কুল মাঠে সৌখিন ফুটবল একাডেমি কাশিনাথপুর কর্তৃক আয়োজিত শরীর চর্চার মাধ্যমে শরীরকে সুস্থ রাখার প্রয়াস নিয়ে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত  ফুটবল খেলায় সৌখিন ফুটবল একাডেমী ও কাজীর হাট সোনালী সকাল একাদশ অংশ গ্রহন করে । খেলাটি পরিচালনা করেন শ্রীমনেশাদা . শরীরচর্চার মাধ্যমে শরীরকে  সুন্দর রাখা যায় এই জন্যই খেলাটির আয়োজন করা হয়  ।

খেলাটিকে কেন্দ্র করে এলাকার মানুষের মাঝে একধরনের আনন্দ পরিলক্ষিত হয়, যার বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে খেলার মাঠে । ৯০ মিনিটের তুমুল প্রতিদ্বন্দ্বিতায়  সৌখিন ফুটবল একাডেমী কাশিনাথপুর ৩ গোলে  জয় লাভ করে এবং কাজীর হাট সোনালী সকাল একাদশ পরাজিত হয় । প্রতিবারের মত এবারও আয়োজন করেছে। এবারের প্রথম ম্যাচে আয়োজিত দল দুটি ছিল  ।

শরীরচর্চার মাধ্যমে শরীরকে কিভাবে সুন্দর রাখা যায় সেই বিষয় এ বিভিন্ন দিকনির্দেশনা দেন সৌখিন ফুটবল একাডেমীর সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ আব্দুস সালাম ও কাজীর হাট সোনালী সকাল একাদশ এর  আলাল হোসেন। খেলায় সৌখিন ফুটবল একাডেমী ৩–০ গোলে জয়লাভ করে। গোল করেছেন ডাঃ মোঃ আব্দুস সালাম, ফারুক হোসেন ও তাসাদ্দিকুর রহমান জুয়েল।

এই সময়ে উপস্থিত ছিলেন সৌখিন ফুটবলের সভাপতি মোঃ  আলমগীর হোসেন আলম মোল্লা,  প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদ মোঃ মিজানুর রহমান কাজল , আলম, মেহেদি হাসান , বকুল ও হিরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুনঃ