বেড়ার নতুন_ভারেঙ্গা বাজারে ৪ টি দোকান আগুনে পুড়ে ছাই ।

পাবনা জেলার বেড়া উপজেলাধীন  নতুন_ভারেঙ্গা বাজারে আগুনে  চারটি দোকান পুড়ে গেছে। দোকানগুলো ছিল, মেডিসিন, প্লাস্টিক ও লন্ড্রি g কসমেটিক এবং ব্যাটারী হাউজ |

বৃহস্পতিবার রাত্রে আনুমানিক ২টার  দিকে বেড়া  উপজেলার নতুন_ভারেঙ্গা  ইউনিয়নের নতুন ভারেঙ্গা বাধের উপর  বাজারে এই আগুনের  ঘটনা ঘটে এতে ৪টি দোকানের সব জিনিস পত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায় |

কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে ছিল জানাযায়নি  এবং  তাৎক্ষনিক  ক্ষয়ক্ষতির  পরিমান জানা সম্ভব হয়নি  | তবে ব্যবসায়ীরা আর্থিকভাবে বেশ ক্ষতির মুখে পড়েছে এলাকাবাসী সুত্রে জানা গেছে |

 

শেয়ার করুনঃ