সাঁথিয়ার পাইকরহাটী শহীদনগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ||

পাবনা জেলার  সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর  ইউনিয়নের অন্তর্গত পাইকরহাটী শহীদনগর উচ্চ বিদ্যালয়ে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপলক্ষে   চিত্রাঙ্কন ও রচনা  প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়েছে।

প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে পাইকরহাটী শহীদনগর উচ্চ বিদ্যালয়ের আয়োজ়নে  ১৫ আগস্ট সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর  রচনা ও চিত্রাঙ্কন  প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয় এবং কবিতা আবৃতি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সময়ে বক্তরা বলেন ১৫ আগস্ট জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে।  বক্তরা আরোও বলেন বিশ্ব ও মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেদিন তারা কেবল বঙ্গবন্ধুকেই নয়, তার সঙ্গে বাঙালির হাজার বছরের প্রত্যাশার অর্জন স্বাধীনতার আদর্শগুলোকেও হত্যা করতে চেয়েছিল শত্রুরা । মুছে ফেলতে অপপ্রয়াস চালিয়েছিল বাঙালির বীরত্বগাথার ইতিহাসও।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষীকা, ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্র/ছাত্রী সহ প্রমুখ উপস্থিত ছিলেন |

 

শেয়ার করুনঃ