পাবনার সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর ইউনিয়নের কড়িয়াল কড়িয়াল বেঙ্গল মিটের সামনে সি-লাইন বাসের ধাক্কায় ভ্যানগাড়িতে থাকা একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। (২৮ জুলাই বৃহস্পতিবার) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুজানগর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুল লতিফের ছেলে আবু সাঈদ খান (৫৪) ও তার সন্তান তাওহীদ আলম খান (৪) এবং ভাতিজি রওজা খাতুন (৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানান যায় যে , নিহত ভ্যানচালক আবু সাঈদ পরিবারসহ শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সি-লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে কাশিনাথপুরের শহীদনগর থেকে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুই শিশু নিহত হয় । আহতদের উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে ভ্যানচালক মারা যায় ।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের রাখা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।