“একদিন সকালে” একটি শিক্ষা মূলক শর্ট ফিল্ম। রচনা ও পরিচালনা শ্রাবণ চক্রবর্তী দিপু। পরিচালনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে শ্রাবণ চক্রবর্তী দিপু। অভিনয় করেছেন বিপুল সরকার, সোহা, পারভিন, মোশারফ হোসেন, আবু সাইদ, অভি ও রিপন, দর্শকদের উদ্দেশ্যে দিপু বলেন গল্পটি অসাধারণ একটি গল্প যা দর্শকদের ভাল লাগবে আশা করি। ২০১৮ সালে শ্রাবণ চক্রবর্তীর দিপু পরিচালিত কাঁদে মন কাঁদে ভালবাসা নাটকে অভিনয় করেন। সেখানে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র চিত্রনায়িকা মৌসুমী, তৌকির আহমেদ, মামুনুর রশীদ, শবনম পারভিন ও দিপু অভিনয় করেন। সজল অপর্ণা ঘো, শামীমা নাজনীন, বরদা মিঠু, শবনম পারভীন, মিলন ভট্টকে নিয়ে নির্মাণ করেন কৃষ্ণকলির আত্মকথা। দিপু পরিচালনার পাশাপাশি বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে ছোট পর্দার পরিচালক ও অভিনেতা শ্রাবণ চক্রবর্তী দিপু বহুদূর এগিয়ে যেতে চায়। কোরবানি ঈদের পর থেকে পদ্মাপারের পদ্মাবতী ছাড়াও বেশকিছু কাজ হাতে নিচ্ছেন বললেন দিপু।
নতুন নাটক শর্ট ফিল্ম ‘একদিন সকালে ||
