২৫ জুলাই সোমবার আশুলিয়ার বাটলার চাইনিজ রেস্টুরেন্টে আশুলিয়া রিপোটার্স ক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
অনুষ্ঠানের কমিটির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এবং কমিটির সহ-সভাপতি মাসুদ রানার ও দপ্তর সম্পাদক সোহাগ হোসেনের সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি শফিকুল ইসলাম।
এ সময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সাধারন সম্পাদক মুঈন দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আলমগীর হোসেন নিরব, সহ-সভাপতি নাসিম খাঁন, নুর হোসেন, বিল্লাল হোসেন, সাঁজু, মারুফ হোসেন, সেলিম মিয়া, রুহল আমিন, এডভোকেট মোতালেব হোসেন, ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারন সম্পাদক ইউসুফ আলী খান, সাংগঠনিক সম্পাদক সাঈম সরকার, অর্থ সম্পাদক উবায়দুল হক রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম মানিক, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মনজিলা আক্তার আশা, কার্য নির্বাহী সদস্য মোছাঃ সনিয়া আক্তার, নাহিদা আক্তার, নাসরিন আক্তার নদী সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরন করা হয়।