সাঁথিয়ার পাইকরহাটি ভাটিপাড়া একতা সংঘের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত ||

পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর ইউনিয়নের পাইকহাটি  ভাটিপাড়া একতা সংঘ উদ্যোগে  এক  ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

পাইকরহাটি ভাটিপাড়া স্কুল মাঠে ২২ জুলাই  শুক্রবার বিকালে  একতা সংঘ উদ্যোগে এক ফাইনাল খেলা  অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে |  পাইকরহাটি চরপাড়া ফুটবল একাদশ ও বকচর ফুটবল একাদশ ৪/২  গোলে জয়লাভ করেছে পাইকরহাটি  চরপাড়া ফুটবল ফুটবল একাদশ | উক্ত খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করেছিল।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন পাইকরহাটি  গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ   আবুল কালাম আজাদ,  বিশেষ অতিথি হিসেবে ছিলেন  স্কুলের শিক্ষক  ইব্রাহিম হোসেন ও  ৪ নংওয়ার্ডের মেম্বার মোঃ  রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান কাজল সহ প্রমুখ উপস্থিত ছিলেন |

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ |

 

 

শেয়ার করুনঃ