পাবনার কাশিনাথপুরে রাজা নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার ||

পাবনা-সাঁথিয়ায় কাশিনাথুপুর এলাকায়  নিখোঁজের তিনদিন পর ডোবা  কচরি পানার পানির নিচ থেকে রাজা প্রামানিক (৫২) নামে এক ব্যাক্তির  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

(২০ জুলাই)বুধবার   দুপুরে উপজেলার কাশিনাথপুর বরাট –নালীপর্বত সংলগ্ন  ব্রীজ সংল্গন ইটভাটা এলাকার পানির  খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদ  পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন  ও পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য । নিহত রাজা ৩-৪ দিন ধরে নিখোঁজ ছিলেন।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দুকুল ইসলাম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে এ ঘটনাটি হত্যাকা- নাকি অন্য কিছু তা বোঝা যাবে।’

নিহত রাজা প্রামানিক  সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের  শ্রীধড়কুড়া গ্রামের সিরাজ প্রামানিক ছেলে।

শেয়ার করুনঃ