ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ ফেনী জেলার পক্ষ থেকে আজ ৫ জুন সকাল ১১টায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। ছয় দফা দাবীতে স্মারকলিপি প্রদানের পুর্বে সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সহ সভাপতি মালেক মনসুর , সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ও সদস্য অর্জুন দাস। বক্তারা বলেন মানুষের বাহন হিসেবে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ও ইজিবাইকের প্রয়োজনীয়তা আজ কোন ভাবেই অস্বীকার করা যায় না। একারনেই একদিকে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা অন্যদিকে সহজ ও সস্তা পরিবহন হিসেবে সারা দেশে ছড়িয়ে পড়েছে। ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থানের কোটি কোটি যাত্রীর উপকার হচ্ছে। আমরা মনে করি সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্স দেওয়ার ব্যবস্থা চালু হলে সরকার রাজস্ব পাবে , সড়কেও শৃঙ্খলা আসবে। সেজন্য প্রস্তাবিত থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা ২০২১ এর দ্রুত চুড়ান্ত ও কার্যকর করার আহবান জানান। সমাবেশ শেষে প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি প্রেশ করেন।
ব্যাটারি চালিত মোটরযানের রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালার দাবীতে সংগ্রাম পরিষদের স্মারকলিপি
