নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শুরুতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল

ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে ৭ অক্টোবর পাকিস্তান–বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। হ্যাগলি ওভালেই ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ খেলা হবে। ডাবল–রাউন্ড রবিন ফরম্যাটে এ সিরিজে ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ অক্টোবর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের।

অর্থাৎ একে–অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। ১৪ অক্টোবর ফাইনাল। পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই দিন আগেই এ সিরিজে খেলার কথা জানিয়ে দিয়েছে।

ডিসেম্বরে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ নারী দল
ডিসেম্বরে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ নারী দল

গ্রীষ্মকালীন এ সূচিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সফরও রাখা হয়েছে। এ বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে অংশ নেবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। হ্যাগলি ওভালে ২ ডিসেম্বর প্রথম টি–টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বেসিন রিজার্ভে ১১ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইট সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সর্বশেষ নারী বিশ্বকাপ খেলাটা এগিয়ে দিয়েছে। হোয়াইট ফার্নসদের (নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল) মাঠে দেখাটা তাই দারুণ ব্যাপারই হবে। এ ছাড়া ভারত, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে আসবে। বাংলাদেশ ও পাকিস্তানও আসবে। এর অর্থ হলো, গ্রীষ্মজুড়েই দারুণ ক্রিকেট দেখা যাবে।’

শেয়ার করুনঃ