সাঁথিয়া উপজেলায় ১৫ জুলাই ২০২২ইং হতে ভোটার হালনাগাদ শুরু হতে যাচ্ছে ||

পাবনার জেলা সাঁথিয়া উপজেলায়  ইউনিয়ন গুলোতে  আগামী ১৫/০৭/২০২২ তারিখ থেকে নতুন ভোটার হালনাগাদ কাজ শুরু  হবে ।

উপজেলার   ইউনিয়নের পক্ষ হতে জানানো   হয়েছে যাচ্ছে আগামী ১৫ দিনে মধ্যে জন্মনিবন্ধন কার্ড ডিজিটাল এর মাধ্যমে অনলাইন করার জন্য এলাকার জনসাধারণদের প্রতি আহবান জানানো হয়েছে।

এবার ১৫ বছর ও তার বেশি বয়সি নাগরিকদের তথ্য নেবে নির্বাচন কমিশন বা ইসি৷ ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তারা এবার নিবন্ধনের সুযোগ পাবে ৷

যে সকল নাগরিকদের  বয়স    ০১/০১/২০০৭ তারিখেরে  পূর্বে  সেই সকল ব্যক্তিরা  নতুন ভোটার হতে পারবে।

নতুন ভোটার হতে প্রয়োজনীয় কাগজপত্র

১.  পিএসসি/জেএসসি/এসএসসি সনদের যেকোন একটির  ফটোকপি।

২. ডিজিটাল অনলাইন জন্ম নিবন্ধনের  ফটোকপি।

৩. পিতা ও মাতার NID   কার্ডের ফটোকপি।

৪. বিবাহিতদের স্বামী বা স্ত্রীর NID  কার্ড  থাকলে তার ফটোকপি।

৫. ব্লাড গ্রুপের রিপোর্ট।

৬. হোল্ডিং ট্যাক্স এর ফটোকপি ।

৭. চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের ফটোকপি

শেয়ার করুনঃ