রাঙামাটিতে পাহাড়ি পাড়ায় ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ৩

লাশ | প্রতীকী ছবি

বড়থলি ইউপি চেয়ারম্যান আতোই মং মারমা বলেন, গতকাল সাইজাম পাড়ার লোকজন হামলার বিষয়টি তাঁকে জানিয়েছেন। তিনি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু দুর্গম ও নেটওয়ার্ক না থাকার কারণে বিস্তারিত কিছু জানতে পারেননি তিনি। আজ বুধবার সকালে তিনি জানতে পারেন, দুর্বৃত্তরা তিনজনকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জানতে পেরেছি বড়থলি ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে তিনজন মারা গেছেন। এ বিষয়ে পুলিশকে বিস্তারিত খোঁজখবর নিতে বলা হয়েছে। পাড়াটি দুর্গম হওয়ায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।’

শেয়ার করুনঃ